আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ) বাংলাদেশের সিরাজগঞ্জ থেকে ২০ কিমি (12 মাইল) দক্ষিণ-পূর্বে বেলকুচিতে অবস্থিত একটি মসজিদ। এই মসজিদটি সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার ০৮ নং ওয়ার্ডের মুকন্দগাটি মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে সাড়ে ২০ বিঘা জমির উপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদের গেটে একটি বড় ব্যানারে বলা হয়েছে ছবি তোলা এবং মসজিদে কোনো নারী প্রবেশ না করা।

মসজিদটি অদ্ভুতভাবে কাজ করছে কত সুন্দরভাবে ডিজাইন করা একটি মসজিদ সম্ভবত সুন্দর মসজিদ।২০১৬ সালের সেপ্টেম্বরে, মুকুন্দগাতী গ্রামের মোহাম্মদ আলী সরকার তার ছেলে আল-আমান ও মা বহেলা খাতুনের নামে বেলকুচির আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৩০ কোটি টাকার বেশি খরচ করে নিজ খরচে মসজিদটি নির্মাণ করেন তিনি। এটি নির্মাণ করতে চার বছর লেগেছে। শুরু থেকে প্রতিদিন গড়ে ৪৫ জন শ্রমিক কাজ করেছেন।