#বেলকুচি পৌরসভার একদম বর্ডার এরিয়া ৪ও৫নং ওয়ার্ডের রাখ ঘেষে গাড়ামাসি জিধুরীর বসবাসকারী শতাধিক পরিবারের যাতায়াতের জন্য সুনির্দিষ্ট কোনো রাস্তা নেই_বসবাসকারীরা একে-অপরের বাড়ির সাইট দিয়ে চলাফেরা করে_যা খুবই কস্টকর!

এই সরকারের আমলে সারাদেশেই উন্নয়নের ছোয়া লেগেছে, আমাদের এই বেলকুচিতেও পর্যাপ্ত পরিমাণ উন্নয়নমুলক কাজ হয়েছে কিন্তু আমার মনে হয় আজ পর্যন্ত এখানে উন্নয়নের কোনো বাতাস লাগেনি___

এখানে রাস্তা না হওয়ার অবশ্য একটি কারন আছে

"সেটা হলো পৌরসভা ও ইউনিয়ন পরিষদ"

এই দুই পরিষদের বর্ডার হওয়ার কারণে কারোর কাছে গুরুত্বই পায়নি_কেউ এটা মাথায়ই নেয়নি বসবাসকারী এই জনসাধারণের জন্য রাস্তাটি কতো গুরুত্বপূর্ণ!

যাইহোক আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে এই এলাকায় বসবাসকারী ময়মুরুব্বিরা আমার কাছে এসেছিলো, কথা দিয়েছিলাম আমি এখানে রাস্তা করে দিবো, যদিও তাদেরকে দেয়া কথা আমিও সময়মতো করতে পারিনি_তারজন্য দুঃখ প্রকাশ করছি!

তবে একটু দেরীতে হলেও তাদেরকে দেয়া আমার ওই প্রতিশ্রুতি মোতাবেক রাস্তার কাজ আগামীকালই শুরু করা হচ্ছে__ #ইনশাআল্লাহ!

রাস্তাটি হচ্ছে একদম নদীর ঘাট দিয়ে,এখানে প্রচুর মাটির প্রয়োজন,মাটি দিয়ে সর্বোচ্চ সহযোগীতা দিচ্ছে একসময়ের তুখোড় ছাত্রনেতা তরিকুল ইসলাম তরিত ভাই এবং সবুর ভাই, পাশাপাশি এই রাস্তার জন্য যারা জায়গা ছাড় দিয়েছেন এবং রাস্তার কাজ এগিয়ে নিতে যারা পরিশ্রম করেছেন__আমার পক্ষ থেকে তাদের সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

#আগামীকাল থেকে রাস্তায় মাটি ফেলার কাজ শুরু হবে_রাস্তায় মাটির কাজ শেষে যতো দ্রুত সম্ভব হয় পাকা করার ব্যবস্থা করা হবে #ইনশাআল্লাহ_

## মেয়র মহোদয় ##